প্রতিবেদক: প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, বিএনপিকে নির্বাচনে আনার পরিবেশ সৃষ্টি করা হবে।
তিনি বলেন, সব দলের অংশগ্রহণের মাধ্যমে আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সে বিষয়ে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে। বিএনপিও যাতে নির্বাচনে আসে সে পরিবেশ ও ক্ষেত্র সৃষ্টি করা হবে।
বৃহস্পতিবার নবনিযুক্ত নির্বাচন কমিশনাররা গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এর আগে,তিনি অন্যান্য কমিশনারদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর সমাধিতে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন। পরে সেখানে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
এরপর তিনি বঙ্গবন্ধু ভবনে যান এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে তাতে স্বাক্ষর করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, কবিতা খানম, বি. জে. শাহাদাত হোসেন চৌধুরী, নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আব্দুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ মোকলেসুর রহমান সরকার।