1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৪৪ অপরাহ্ন

যৌন হয়রানির দায়ে ঢাবি অধ্যাপক বরখাস্ত

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারী, ২০১৭
  • ২৪৭ বার

প্রতিবেদক: যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপককে বরখাস্ত করা হয়েছে। চাকরিচ্যুত ওই শিক্ষক হলেন ঢাবির সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. শাহদাৎ হোসেন।

সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটে তাকে বরখাস্তের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) ও সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।

তিনি বলেন, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাহদাৎ হোসেনকে চাকরিচ্যুত করা হয়েছে।

এর আগে, গত বছর সমাজবিজ্ঞান বিভাগের ওই শিক্ষককের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করেন একই বিভাগের এক ছাত্রী। তিনি বিভাগীয় চেয়ারম্যান, প্রক্টর ও উপাচার্য বরাবর এ অভিযোগপত্র দিলে ভিত্তিতে তদন্ত কমিটি গঠন করা হলে কমিটির রিপোর্ট সাপেক্ষে চাকরিচ্যুতের সিদ্ধান নেয়া হয়।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog