1. sardardhaka@yahoo.com : adminmoha :
  2. mohajog@yahoo.com : Daily Mohajog : Daily Mohajog
  3. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
বুধবার, ১২ মে ২০২১, ১২:০২ অপরাহ্ন

গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী: বিএনপি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ২৯ বার

প্রতিবেদক: গ্যাসের দাম বাড়ানোর সিদ্ধান্ত গণবিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবিলম্বে গ্যাসের দাম কমানোর দাবি জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন মির্জা ফখরুল।

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে এই কর্মসূচি সকাল ১০টায় শুরু হয়ে শেষ হয় বেলা ১২টায়।

এ সময় উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মীর নাসির, জয়নাল আবেদীন, অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও শামা ওবায়েদসহ কেন্দ্রীয় এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আমরা মৌনভাবে দাঁড়িয়ে এই গণবিরোধী সিদ্ধান্তের প্রতিবাদ জানাচ্ছি। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া ও ময়মনসিংহসহ বিভিন্ন জেলার একসঙ্গে শান্তিপূর্ণভাবে এই অবস্থান কর্মসূচি পালন করছেন নেতাকর্মীরা।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog