1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৫৯ অপরাহ্ন

বুলুসহ বিএনপির ৩৫ নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৩৬০ বার

প্রতিবেদক: বিস্ফোরক আইনে করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লাহ বুলুসহ দলের ৩৫ জন নেতা-কর্মীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।

বৃহস্পতিবার ঢাকার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা এই আদেশ দেন।

আদালতের সরকারি কৌঁসুলি তাপস কুমার পাল বলেন, ২০১৫ সালে পল্টন থানায় করা এই মামলায় মোট আসামি ৪৭ জন। এর মধ্যে ১২ জন জামিনে আছেন। বাকি ৩৫ জন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। আগামী ৫ এপ্রিলের মধ্যে এ-সংক্রান্ত তামিল প্রতিবেদন আদালতে জমা দেয়ার জন্য পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেয়া হয়েছে।

তাপস কুমার পাল জানান, যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে, তাদের মধ্যে উল্লেখযোগ্য নেতারা হলেন- বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস,  কেন্দ্রীয় নেতা সরাফত আলী সপু, শিরিন সুলতানা, আজিজুল বারি হেলাল প্রমুখ।

জামিনে থাকা আসামিদের মধ্যে রয়েছেন জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার, বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ প্রমুখ।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog