1. sardardhaka@yahoo.com : adminmoha :
বুধবার, ০৭ জুন ২০২৩, ০৩:০১ পূর্বাহ্ন

রাবিতে দুই দিনব্যাপী চাকরি মেলা শুরু শনিবার

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ মার্চ, ২০১৭
  • ৩১৮ বার

প্রতিবেদক :  রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব চতুর্থ বারের মতো আয়োজন করতে যাচ্ছে ‘ট্যাঙ্গো প্যারেন্টস’ চাকরি মেলা।
শনিবার সকাল সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি চত্বরে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ মিজানউদ্দীন দুই দিনব্যাপী এ মেলা উদ্বোধন করবেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে বলা হয়, বিশ্ববিদ্যালয় ছাত্র উপদেষ্টা দপ্তরের সহযোগিতায় আয়োজিত এ চাকরি মেলায় দেশের প্রায় ২৫টি কোম্পানির অংশ নেওয়ার কথা রয়েছে। কোম্পানিগুলো সরাসরি প্রার্থীদের সিভি সংগ্রহ, চাকরির তথ্য প্রদান, সেরা চাকরিপ্রার্থী বাছাই এবং সাক্ষাৎকারের মাধ্যমে শিক্ষার্থীদের নিয়োগ দেবে।

মেলা উদ্বোধনীতে অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সারওয়ার জাহান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক মিজানুর রহমান, প্রক্টর অধ্যাপক মুজিবুল হক আজাদ খান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক শিবলী সাদিকের উপস্থিত থাকার কথা রয়েছে।

আয়োজকরা জানান, দুই দিনব্যাপী এই চাকরি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাতে অংশ নিতে পারবে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog