1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩, ০৫:৫৮ অপরাহ্ন

সিলেটে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষে নিহত ২

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ৪ মার্চ, ২০১৭
  • ২৯২ বার

প্রতিবেদক: সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাত আটকের ঘটনাকে কেন্দ্র করে গ্রামবাসীর সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজন নিহত হয়েছেন। এছাড়া ১০ পুলিশসহ অর্ধশতাধিক আহত হয়েছেন।

শনিবার ভোরে কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর ইউনিয়নের মোস্তফা নগর গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী জানান, ডাকাতদের হাতে খুন হন ওই গ্রামের বাসিন্দা জিলু মিয়া। এ সময় সোনাই মিয়া নামে এক ডাকাতকে আটক করেন তারা। খবর পেয়ে আটক ডাকাতকে উদ্ধারে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু বিক্ষুব্ধ জনতা ডাকাত সোনাই মিয়াকে পুলিশের হাতে তুলে না দিয়ে গণপিটুনি দেয়।

তারা জানান, এ নিয়ে সকালে পুলিশের সঙ্গে বিক্ষুব্ধ গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষ। এ সময় পুলিশের গুলিতে মফিজ মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। তিনি কোম্পানীগঞ্জের পূর্ব ইসলামপুর গ্রামের দক্ষিণ রাজনগরের বাসিন্দা। এছাড়াও সংঘর্ষে অন্তত ১০ পুলিশসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলতাফ হোসেন বলেন, সংঘর্ষের ঘটনায় পুলিশের ১০ সদস্য আহত হয়েছেন। এদের মধ্যে দু’জনের অবস্থা গুরুতর।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog