প্রতিবেদক: কুমিল্লার বুড়িচং উপজেলায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন। নিহতের নাম মোস্তোফা (৩৩)। এ ঘটনায় আরো দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। পুলিশের দাবি, সে ডাকাত দলের সদস্য।
বুধবার দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার রাজাপুর ইউনিয়নের নড়িবাগ রেলগেটের সামনে এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।
কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম ‘বন্দুকযুদ্ধে’র বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নড়িবাগ রেলগেটের সামনে একদল ডাকাত পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে পুলিশের দুই সদস্য আহত হন। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে ডাকাত দলের এক সদস্য গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
আহত পুলিশ সদস্যরা হলেন- অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন এবং পুলিশ কনস্টেবল দয়ালকান্দি চাকমা।