1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ০৭:৫০ অপরাহ্ন

গ্যালাক্সি এস৮ ও এস৮ প্লাসে যা আছে

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ১৭ এপ্রিল, ২০১৭
  • ২৫২ বার

মহাযুগ ডেস্ক: দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলসহ বিশ্বের বিভিন্ন জায়গায় স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এস৮ ও এস৮+ বাজারে ছাড়ার ঘোষণা দেওয়া হয় গত ২৯ মার্চ। এরপরই বাংলাদেশেও স্মার্টফোন দুটি ছাড়ার ঘোষণা আসে স্যামসাং বাংলাদেশ ও গ্রামীণফোনের পক্ষ থেকে। ১২ এপ্রিল থেকে www.preorders8.com ও গ্রামীণফোনের ওয়েবসাইটে স্মার্টফোন দুটি কেনার অগ্রিম ফরমাশ নেওয়া শুরু হয়েছে। আগামী মাসের শুরুতে বাংলাদেশের বাজারে এস৮ ও এস৮+ ছাড়ার কথা রয়েছে।

গ্যালাক্সি এস৮ পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক ও ম্যাপল গোল্ড রঙে এবং গ্যালাক্সি এস৮+ পাওয়া যাবে মিডনাইট ব্ল্যাক, ম্যাপল গোল্ড এবং কোরাল ব্লু রঙে। স্যামসাংয়ের অনুমোদিত দোকান ও সব গ্রামীণফোন সেন্টারে পাওয়া যাবে স্মার্টফোন দুটি। গ্যালাক্সি এস৮-এর দাম ৭৭ হাজার ৯০০ টাকা এবং গ্যালাক্সি এস৮ প্লাসের দাম ৮৩ হাজার ৯০০ টাকা।

ক্যামেরা

পেছনে: ডুয়াল পিক্সেল ১২ মেগাপিক্সেল (এফ১.৭) l স্মার্ট অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন

সামনে: ৮ মেগাপিক্সেল l অটো ফোকাস (এফ১.৭)

সেন্সর

অ্যাক্সেলেরোমিটার, ব্যারোমিটার, গাইরো, আঙুলের ছাপ, জিওম্যাগনেটিক, হল, হৃৎস্পন্দন, প্রক্সিমিটি, আরজিবি লাইট, আইরিশ, প্রেশার

মেমোরি

৪ গিগাবাইট র‍্যাম l ৬৪ গিগাবাইট অভ্যন্তরীণ মেমোরি l ২৫৬ গিগাবাইট পর্যন্ত মেমোরি কার্ড

লেনদেন

এনএফসি l এমএসটি

ব্যাটারি

গ্যালাক্সি এস৮

৩০০০ মিলি অ্যাম্পিয়ার

গ্যালাক্সি এস৮+

৩৫০০ মিলি অ্যাম্পিয়ার

অপারেটিং সিস্টেম

অ্যান্ড্রয়েড ৭.০

ওজন

গ্যালাক্সি এস৮

১৫৫ গ্রাম

গ্যালাক্সি এস৮+

১৭৬ গ্রাম

নতুন অভিজ্ঞতা

বিক্সবি l স্যামসাং ডেক্স

ডিসপ্লে

গ্যালাক্সি এস৮

ইনফিনিটি ডিসপ্লে

৫.৮ ইঞ্চি সুপার অ্যামোলেড

কোয়াড এইচডি+ l ২৯৬০ x ১৪৪০ পিক্সেল

অনুপাত—১৮.৫:৯ l প্রতি ইঞ্চিতে ৫৭০ পিক্সেল

গ্যালাক্সি এস৮+

ইনফিনিটি ডিসপ্লে

৬.২ ইঞ্চি সুপার অ্যামোলেড

কোয়াড এইচডি+ l ২৯৬০ x ১৪৪০ পিক্সেল

অনুপাত-১৮.৫:৯ l প্রতি ইঞ্চিতে ৫২৯ পিক্সেল

বায়োমেট্রিক শনাক্তকরণ

আইরিশ l আঙুলের ছাপ l চেহারা

সূত্র: স্যামসাং

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog