1. sardardhaka@yahoo.com : adminmoha :
মঙ্গলবার, ৩০ মে ২০২৩, ১২:২৩ পূর্বাহ্ন

‘নতুন নিষেধাজ্ঞা যুদ্ধের শামিল’

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৪ ডিসেম্বর, ২০১৭
  • ১৮১ বার

এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, জাতিসংঘের আরোপিত সর্বশেষ নিষেধাজ্ঞা উত্তর কোরিয়া ‘প্রজাতন্ত্রের সার্বভৌমত্বের সহিংস লঙ্ঘন ও যুদ্ধের শামিল এবং এটি কোরীয় উপদ্বীপসহ বিস্তৃত একটি অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা ধ্বংস করেছে’।

দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ-র প্রতিবেদনে বলা হয়েছে, আরোপিত নিষেধাজ্ঞাগুলোকে সার্বিক অর্থনৈতিক অবরোধের সমতুল্য বলেও করে দেশটি।

উত্তর কোরিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার জেরে নিরাপত্তা পরিষদ দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে। যুক্তরাষ্ট্রের তৈরি করা ওই নিষেধাজ্ঞা প্রস্তাবটিতে উত্তর কোরিয়ার পরিশোধিত পেট্রলিয়াম পণ্য ও অপরিশোধিত খনিজ তেল আমদানি ৯০ শতাংশ হ্রাস করার কথা বলা হয়েছে।

এর আগে থেকেই দেশটির ওপর বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে যুক্তরাষ্ট্র, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে আরো বলা হয়েছে, রাষ্ট্রের পারমাণবিক সক্ষমতা সম্পূর্ণ করার অভীষ্টসিদ্ধির কারণে পুরোপুরি আতঙ্কগ্রস্ত হয়ে পড়া যুক্তরাষ্ট্র ক্রমাগত উন্মাদ হয়ে উঠে আমাদের দেশের ওপর চাপ সৃষ্টি করতে সর্বকালের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করার পদক্ষেপ নিচ্ছে।

যুক্তরাষ্ট্রের পারমাণবিক হুমকি, ব্ল্যাকমেইলিং ও শত্রুতামূলক পদক্ষেপের মূলোৎপাটনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের শক্তির সঙ্গে বাস্তব সাম্যতা প্রতিষ্ঠা করতে আমাদের আত্মরক্ষামূলক পারমাণবিক প্রতিরোধ আরো দৃঢ় করবো আমরা।

উত্তর কোরিয়ার প্রতিরোধ ক্ষমতাকে শক্তিশালী করাই যুক্তরাষ্ট্রকে হতোদ্যম করার একমাত্র পথ বলেও মন্তব্য করেছে তারা।

বিবিসি অবলম্বনে

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2020 Mohajog