1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৪:৩৪ পূর্বাহ্ন

কাঁচা মরিচের চড়া দামে উদ্বিগ্ন ক্রেতারা

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৪ জুলাই, ২০১৮
  • ২৭৪ বার

গেল ঈদুল ফিতরের সপ্তাহ খানেক পর বেড়েছিল কাঁচা মরিচের দাম। এখন পর্যন্ত তা অব্যাহত রয়েছে। নিত্যপ্রয়োজনীয় এই পণ্যের লাগামহীন দামে উদ্বিগ্ন ক্রেতা সাধারণ।

মরিচ ছাড়াও বাজারে টমেটো এবং গাজরের দাম চড়া। সব ধরনের সবজির দামও বাড়তির দিকে।

শনিবার (১৪ জুলাই) সকালে রাজধানীর বেশ কয়েকটি কাঁচা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। বিমানবন্দর হাজিক্যাম্প সংলগ্ন আশকোনা বাজারে গিয়ে দেখা যায়, কাঁচা মরিচ ১০০ থেকে ১০৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এই দর ২০০ টাকা ছাড়িয়েছিল।

টমেটোর কেজি ৭০ থেকে ৭৫ টাকা, আর গাজর বিক্রি হচ্ছে ৮০ টাকায়। আর নতুন আসা সিম বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি।

সজীব নামের সবজি বিক্রেতা বলেন, ঈদের পর থেকে দেশে প্রচুর বৃষ্টি হয়েছে। এতে কৃষকের মরিচ গাছ মরে গেছে। বাজারে সরবরাহ কম, এজন্য দাম বেশি।

বাজারে পটল কেজি প্রতি ৩৫ টাকা, পেঁপে ২৫ টাকা, শসা ৪০ টাকা, কাঁকরোল ৫০ টাকা, করলা ৫০ টাকা, কুমড়া ২০ টাকা কেজি, কচুমুখি ৪০ টাকা, ঢেঁড়শ ৪০ টাকা, আলু কেজি প্রতি ২২ থেকে ২৫ টাকা, ফুলকপি ৪০ টাকা পিস, লাউ ৪০ টাকা পিস, লেবুর হালি ২০ টাকা, বেগুন প্রতিকেজি (গোল-লম্বা) ৫০ থেকে ৬০ টাকা, কলার হালি ৪০ টাকা, লতি ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে।

এ ছাড়া লাল শাক, কলমি শাক ১০ টাকা আঁটি, পুঁই শাক ২৫-৩০ এবং ডাটা শাক ২০ টাকা আঁটি দরে বিক্রি হচ্ছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog