1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ০৮:৩৬ অপরাহ্ন

সিনেটর জন ম্যাককেইনের চিরবিদায়

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৬ আগস্ট, ২০১৮
  • ১৭২ বার

মার্কিন সিনেটর জন ম্যাককেইন আর নেই। দীর্ঘদিন রোগভোগের পর শনিবার মারা গেছেন। তিনি মস্তিষ্কে টিউমারসংক্রান্ত জটিলতায় ভুগছিলেন। যুক্তরাষ্ট্রের হয়ে ভিয়েতনাম যুদ্ধে অংশ নেওয়া ম্যাককেইন পরে রাজনীতিতে যোগ দেন। তিনি প্রেসিডেন্ট প্রার্থী পদেও প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

রবিবার বিবিসির খবরে বলা হয়, গত শুক্রবার ম্যাককেইনের পরিবারের পক্ষ থেকে তার চিকিৎসা বন্ধ করার ঘোষণা দেওয়া হয়। ম্যাককেইন মারা যাওয়ার সময় তার পরিবারের সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। গত বছরের জুলাই মাসে তার মস্তিষ্কে আগ্রাসী টিউমার ধরা পড়ে।

ম্যাককেইনের মৃত্যুর পর তার মেয়ে মেগান টুইটারে লিখেছেন, বাকি জীবন তিনি বাবাকে অনুসরণ করে বাবার ভালোবাসা ও প্রত্যাশা নিয়ে কাটাতে চান। আবেগঘন সেই বার্তায় তিনি বলেছেন, ‘আমার বাবাকে ছাড়া আসছে দিনগুলো আমার জন্য আগের মতো থাকবে না। কিন্তু সেই দিনগুলোও ভালো হবে, ভালোবাসা ও প্রাণে ভরপুর থাকবে। কারণ, তিনি (ম্যাককেইন) তার জীবনযাপনের উদাহরণ আমাদের সামনে রেখে গেছেন।’

ছয়বারের সিনেটর ও ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়া ম্যাককেইনের অসুস্থতা ধরা পড়ে গত বছরের জুলাই মাসে। ওই সময়ে তার বাঁ চোখে জমাট বাঁধা রক্ত সরাতে অস্ত্রোপচারের সময় চিকিৎসকেরা তার টিউমারের বিষয়টি জানতে পারেন।

ভিয়েতনাম যুদ্ধে ম্যাককেইন পাইলট যোদ্ধা ছিলেন। তার বিমান গুলি করে ভূপাতিত করা হলে তাকে পাঁচ বছর বন্দিজীবন কাটাতে হয়।

ম্যাককেইনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বিভিন্ন পর্যায় থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো শুরু হয়। একই দলের হলেও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচক ছিলেন ম্যাককেইন। তার মৃত্যুর পর প্রেসিডেন্ট ট্রাম্প টুইটার বার্তায় লিখেছেন, ‘সিনেটর জন ম্যাককেইনের পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা ও শ্রদ্ধা জানাচ্ছি। আপনাদের জন্য আমাদের ভালোবাসা ও প্রার্থনা রয়েছে।’

২০০৮ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ম্যাককেইনের রানিং মেট সারাহ পলিন ম্যাককেইনের সঙ্গে তার ছবিসহ টুইটারে লিখেছেন, ‘বিশ্ব একজন প্রকৃত আমেরিকান হারাল।’

ওই নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী বারাক ওবামা জয়ী হন। ম্যাককেইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বারাক ওবামা বলেছেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও যে আদর্শের জন্য আমেরিকান ও অভিবাসী প্রজন্মের লড়াই, অগ্রযাত্রা ও ত্যাগ স্বীকার, তাতে তাদের দুজনের বিশ্বস্ততা এক অন্য উচ্চতায় ছিল।

ওবামা আরও বলেন, জন যা করেছেন, তা খুব কম লোকই করেছেন। তার মতো সাহস খুব কম লোকই দেখাতে পেরেছেন।

ম্যাককেইনের দীর্ঘদিনের বন্ধু ও রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, আমেরিকার ওপর ম্যাককেইনের প্রভাব কখনো শেষ হবে না। ম্যাককেইন প্রমাণ করেছেন, কিছু সত্য সব সময়ের জন্যই উপযোগী। তা হলো চরিত্র, সাহস আর ন্যায়পরায়ণতা।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog