1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:৫৮ অপরাহ্ন

‘রোহিঙ্গা ক্যাম্পের নজরদারি বাড়ানো হচ্ছে’

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২০
  • ২৬৮ বার

টেকনাফে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যাতে ক্যাম্প থেকে বেরিয়ে যেতে না পারে সেজন্য নজরদারি বাড়ানো হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

তিনি বলেছেন, রোহিঙ্গা ক্যাম্পে কাটাতারের বেড়া নির্মাণ, ওয়াচ টাওয়ার ও সিসিটিভি বসানোর কাজ চলছে।

শনিবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীটির রজতজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

মন্ত্রী বলেন, ‘রোহিঙ্গাদের নজরদারীতে পুলিশ, র‌্যাব, বিজিবি, আনসারসহ সকল বাহিনী কাজ করছে। প্রধানমন্ত্রীর নির্দেশে রোহিঙ্গা শিবিরে কাঁটাতারের বেড়া নির্মাণের সিদ্ধান্ত হয়। ইতিমধ্যে কাজ শুরু হয়েছে। মূল উদ্দেশ্য তারা যেন শিবির থেকে বের হয়ে আমাদের জনগোষ্ঠীর সঙ্গে মিশে না যায়। এছাড়া, রোহিঙ্গাদের ওপর নজরদারী আরো বাড়াতে ওয়াচ টাওয়ার ও সিসিটিভি স্থাপন করা হবে।’

রোহিঙ্গাদের ফেরত নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মিয়ানমারের সঙ্গে আলোচনা থেমে যায়নি, আলোচনা চলছে। আশা করছি একদিন রোহিঙ্গাদের ফেরত নিবে মিয়ানমার।’

কোস্টগার্ড প্রসঙ্গে তিনি বলেন, ‘কোস্টগার্ড এখন আর ঠোঁটো জগন্নাথ নেই। এটি একটি শক্তিশালী বাহিনীতে পরিণত হয়েছে। জাহাজ-স্পিডবোট নিয়ে সমুদ্রসীমায় চোরাচালন রোধ, অবৈধ মৎস্য আহরণ প্রতিরোধসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে বাহিনীটি কাজ করে যাচ্ছে। পরিবেশ সুরক্ষার জন্যও কোস্টগার্ড কাজ করে যাচ্ছে।’

তিনি জানান, ‘সম্প্রতি কোস্ট গার্ডের দায়িত্বে নতুন নতুন কাজ যুক্ত করা হয়েছে। এখন কোস্ট গার্ডের রয়েছে চারটি অফ পেট্রল বোট ও ২৩টি জাহাজ। রয়েছে ৯০টি বিভিন্ন শ্রেণির বোট। রয়েছে ৫৪টি আউট পোস্ট স্টেশন।’

মানব ও মাদকপাচার, চোরাচালান রোধসহ নিরাপত্তা বিধানে কোস্ট গার্ড সফলভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী জানান, ২০১৯ সালে ১৯শ’ কোটি টাকার অবৈধ দ্রব্যাদি আটক করেছে কোস্টগার্ড। বনজ সম্পদ রক্ষায় দুটি কোটি টাকা সমমূল্যের বিভিন্ন ধরনের চোরাকারবারি মালামাল জব্দ করেছে। উপকূলীয় এলাকায় জীববৈচিত্র্য রক্ষা ও ইলিশ রক্ষায় কাজ করছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog