1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
সোমবার, ২০ মে ২০২৪, ০৩:২৭ পূর্বাহ্ন

অবকাশকালীন ছুটি কমলো সুপ্রিম কোর্টের

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ ডিসেম্বর, ২০২০
  • ৪২৪ বার

আগামী ২০২১ সালের সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি চারদিন কমানো ও সহকারী জজ নিজামুল হকের সাময়িক বরখাস্ত অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে ফুলকোর্ট সভা।

সোমবার (৭ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে প্রায় ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত ফুলকোর্ট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সভার একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মার্চ মাসের অবকাশকালীন ছুটি চারদিন কমানো হয়েছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সভাপতিত্বে ফুলকোর্ট সভায় আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা অংশ নেন।

সভার সূত্রগুলো জানায়, সরকারি ছুটি বাদ দিয়ে সুপ্রিম কোর্টের অবকাশকালীন ছুটি ৬৩ দিন। এর মধ্যে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মার্চ মাসের অবকাশকালীন ছুটির মধ্যে ১৪, ১৫, ১৬ ও ১৮ মার্চ অবকাশকালীন ছুটি কমানো হয়েছে। এই দিনগুলোতে সুপ্রিম কোর্ট খোলা থাকবে।

এদিকে সহকারী জজ নিজামুল হকের সাময়িক বরখাস্ত অনুমোদন দিয়েছে ফুলকোর্ট সভা। ফৌজদারি মামলা থাকার পরও তথ্য গোপন করে চাকরিতে যোগদান করার কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল।

এছাড়া ফুলকোর্ট সভায় কয়েকজন বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog