1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
রবিবার, ১৯ মে ২০২৪, ০৪:১০ অপরাহ্ন

কবরীকে হারিয়ে শোবিজে শোকের মাতম

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ১৭৩ বার

না ফেরার দেশে পাড়ি জমালেন বরেণ্য অভিনেত্রী ও পরিচালক সারাহ বেগম কবরী। রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাত ১২টা ২০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এ কিংবদন্তি। ‘মিষ্টি মেয়ে’ খ্যাত এই অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে শোবিজ অঙ্গনে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক যেন তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় হয়ে উঠেছে শোকবই। সাধারণ সিনেমাপ্রেমীদের পাশাপাশি কবরীকে হারিয়ে শোকে ভাসছেন নানা অঙ্গনের তারকারাও।

অভিনেত্রী সুবর্ণা মুস্তফা লিখেছেন, ‘আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ সকল বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রূপালি পর্দার সেরা অভিনেত্রী…। আমি কীভাবে আপনাকে বিদায় জানাবো…!দমবন্ধ লাগছে …! শান্তিতে থাকুন কবরী ফুপু।’

কণ্ঠশিল্পী কনক চাঁপা লিখেন, ‘আসলেই আর পারছিনা! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাবো আমাদের প্রিয়জনকে! আবারও বলি আমরা অবশ্যই জানি আমরা একান্তই তোমার আল্লাহ এবং তোমার দিকেই প্রত্যাবর্তনকারী। তারপর ও আমরা মানুষ। আপনজনকে ভালোবাসা আমাদের স্বভাবজাত স্বভাব। প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায় আর যদি মোটামুটি নিয়মিত হয় তখন তা সহ্যের বাইরে চলে যায়। আল্লাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া করো। বিশেষ অনুগ্রহ করো। আমাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। এই করোনার ভয়াবহ থাবা তুমি তুলে নাও। তোমার রহমানুর রাহিম নামের শান দেখাও আল্লাহ! তুমি তো সব পারো!’

চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘কবরী আপা নেই…।’

অভিনেত্রী মেহের আফরোজ শাওন লিখেছেন, ‘বিদায় বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি….’

চিত্রনায়ক শাকিব খান দীর্ঘ স্ট্যাটাসে শোক জানিয়েছেন। তিনি লেখেন, ‘চলচ্চিত্রের যারা পথপ্রদর্শক তারা একে একে চলে যাচ্ছেন। সেই পথে পাড়ি দিলেন আমাদের চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী কবরী সারোয়ার আপা। তিনি আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন….’

জিয়াউল ফারুক অপূর্ব লিখেছেন, ‘বাংলা চলচ্চিত্রে “মিষ্টি মেয়ে” খ্যাত সারাহ বেগম কবরী করোনার সঙ্গে লড়াই করে পৃথিবী থেকে বিদায় নিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন……..’

মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘কবরী আপা আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিঊন..’

শবনম বুবলী লিখেছেন, ‘ওপারে ভালো থাকবেন কবরী, ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।’

মাহিয়া মাহি লিখেছেন, ‘করোনায় আক্রান্ত হয়ে চলে গেলেন আমাদের প্রিয় অভিনেত্রী মিষ্টি মেয়ে “সারহ বেগম কবরী” আপা। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।’

বিদ্যা সিনহা মিম লিখেছেন, ‘ওপারে আপনি ভালো থাকুন। বিদায় কিংবদন্তি….!’

অভিনেতা, প্রযোজক ডিপজল লিখেছেন, ‘বরেণ্য চিত্রনায়িকা সারাহ বেগম কবরী আপা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) সবাই তার জন্য দোয়া করবেন।’

নির্মাতা মুশফিকুর রহমান গুলজার লিখেছেন, ‘না ফেরার দেশে চলে গেলেন প্রিয় এবং শ্রদ্ধেয় কবরী আপা (ইন্নি লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শোক জানানোর কোনো ভাষা খুঁজে পাচ্ছি না, আপা। আপনি এভাবে চলে যাবেন তা কল্পনাও করিনি।’

কণ্ঠশিল্পী মনির খান লেখেন, ‘আরও একটি তারা নিভে গেল। প্রয়াত হলেন কিংবদন্তী অভিনেত্রী কবরী। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন! ও আল্লাহ করোনা নয় করুনা চাই কথা শোনো বান্দার!!’

অহনা রহমান স্ট্যাটাস, ‘ওপারে ভালো থাকবেন। আমার সৌভাগ্য আমি আপনার মতো একজন কিংবদন্তী গুণি অভিনেত্রীর সাথে কাজ করতে পেরেছি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’

গায়ক ইমরান লিখেছেন, ‘ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের “মিষ্টি মেয়ে” খ্যাত সারাহ বেগম কবরী। চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।’

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog