1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শনিবার, ১১ মে ২০২৪, ১২:২২ অপরাহ্ন

শ্রীলঙ্কায় বন্যা ও ভূমিধসে ১৭ জনের মৃত্যু

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ জুন, ২০২১
  • ১৯০ বার

শ্রীলঙ্কায় কয়েকদিনের ভারী বর্ষণে সৃষ্ট বন্যা ও ভূমিধসে অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। নিয়াপদ আশ্রয়ে নেয়া হয়েছে হাজার হাজার পরিবারকে। ক্ষতিগ্রস্ত হয়েছে ২ লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ। প্রায় এক লাখ ভবনে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।

বৃহস্পতিবার রাত থেকে ১০টি জেলায় প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এর ফলে নদীগুলোতে স্বাভাবিকের চেয়ে অধিক মাত্রায় পানি প্রবাহিত হতে শুরু করে। এতে নিম্নাঞ্চলের এলাকাগুলো পানিতে তলিয়ে গেছে। যার ফলে অনেক অঞ্চলের মাটি নরম হয়ে যাওয়ায় বেশ কিছু জেলা ভূমিধসের ঝুঁকিতে রয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ বলছে, এখন থেকে বৃষ্টিপাত হ্রাস পাবে। তবে মাঝে মাঝে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে।

উল্লেখ্য, শ্রীলঙ্কায় করোনা সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবেলার জন্য জারি করা মাসব্যাপী লকডাউন ১৪ জুন শেষ হওয়ার কথা রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog