1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
সোমবার, ০৬ মে ২০২৪, ০৩:৩৯ অপরাহ্ন

মেসেজ এডিট করার অসাধারণ নতুন ফিচার যোগ হয়েছে মেসেঞ্জারে

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৯ ডিসেম্বর, ২০২৩
  • ৩৩ বার

পার্সোনাল মেসেজে ডিফল্ট এন্ড-টু-এন্ড এনক্রিপশন, মেসেজ এডিট করার সুবিধাসহ আরো কিছু অসাধারণ নতুন ফিচার যোগ হয়েছে ফেসবুক মেসেঞ্জারে। মূলত মেসেঞ্জার ও ফেসবুক এর ইউজার এক্সপেরিয়েন্সকে উন্নত করার লক্ষ্যে এসব ফিচার যুক্ত হয়েছে মেটা’র প্ল্যাটফর্মগুলোতে।

২০১৬ সাল থেকেই এন্ড-টু-এন্ড এনক্রিপশন ফিচারটি চালু করার অপশন রয়েছে মেসেঞ্জারে, তবে এখন থেকে কল ও মেসেজের ক্ষেত্রে এই ফিচারটি ডিফল্ট হিসেবে সেট হতে যাচ্ছে।

ফিচারটি যুক্ত করতে মেটার অনেক সময় লেগেছে। তাদের ইঞ্জিনিয়ার, ক্রিপ্টোগ্রাফার, ডিজাইনার, পলিসি এক্সপার্ট, ও প্রোডাক্ট ম্যানেজার অক্লান্ত পরিশ্রম করে উক্ত মেসেসেঞ্জার ফিচারকে শুণ্য থেকে আবার পুনরায় তৈরী করেছেন।

রিপোর্ট, ব্লক ও মেসেজ রিকোয়েস্টের মত সেফটি ফিচারগুলোর পাশাপাশি অ্যাপ লক এর মত ফিচার ইতিমধ্যে রয়েছে মেসেঞ্জারে। এন্ড-টু-এন্ড এনক্রিপশন এর ফলে মেসেজ এর প্রাপক ও প্রেরক ছাড়া মাঝের কোনো তৃতীয় পক্ষ মেসেজগুলো অ্যাকসেস করতে পারবেনা। ফেসবুক এর নতুন ফিচারগুলোর মধ্যে হাইলাইটিং ফিচার হলো মেসেজ এডিট করার সুবিধা। চলুন জেনে নেওয়া যাক নতুন এই ফিচার সম্পর্কে।

ভুলে পাঠিয়ে দেওয়া বা ভুল করা মেসেজ এডিট করা যাবে মেসেঞ্জারে। বা চাইলে কোনো মেসেজ পাঠানোর পর তা এডিট করা যাবে। তবে এই এডিট ফিচারটি শুধুমাত্র মেসেজ পাঠানোর ১৫ মিনিট পর্যন্ত ব্যবহার করা যাবে। মজার ব্যাপার হলো এডিটেড মেসেজ এর ক্ষেত্রেও আগের মতই রিপোর্ট করার অপশন থাকছে। এছাড়া রিপোর্ট করলে এডিটেড মেসেজের প্রিভিয়াস ভার্সন অর্থাৎ আগে কি মেসেজ লেখা ছিলো তা দেখতে পারবে মেটা।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog