1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ০৯:২০ পূর্বাহ্ন

আমেরিকার আইন লঙ্ঘনের বিষয়গুলো জানাতে এসেছি: রুহানি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৮
  • ২৯৪ বার

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। তিনি বলেছেন, আমেরিকার একের পর এক আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিষয়গুলো তিনি জাতিসংঘে তুলে ধরবেন।

রুহানি নিউ ইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের চলতি বছরের অধিবেশনের সঙ্গে আগের বছরগুলোর অধিবেশনের কিছুটা পার্থক্য থাকবে।

এর কারণ হিসেবে তিনি বলেন, ইরানের পরমাণু সমঝোতা ও প্যারিস জলবায়ু চুক্তি থেকে বেরিয়ে গিয়ে আমেরিকা বিশ্বে কোণঠাসা হয়ে পড়েছে যার আলামত এবারের অধিবেশনে প্রকাশ পাবে।

এবারের নিউ ইয়র্ক সফরে প্রেসিডেন্ট রুহানি জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেয়া ছাড়াও দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী প্রয়াত নেতা নেলসন ম্যান্ডেলার স্মরণে অনুষ্ঠেয় সম্মেলনেও বক্তব্য রাখবেন।

নিউ ইয়র্ক সফরে ইরানের প্রেসিডেন্টের দপ্তর প্রধান মাহমুদ ওয়ায়েজি, পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ, উপ পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচিসহ পদস্থ সরকারি কর্মকর্তারা হাসান রুহানির সঙ্গে রয়েছেন।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog