1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ১১:০৯ পূর্বাহ্ন

পাটুরিয়া ও দৌলতদিয়ায় পারের অপেক্ষায় ৮০০ গাড়ি

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ জুলাই, ২০১৬
  • ৩০৪ বার

পারের অপেক্ষায় আটকে থাকা যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের উভয় পারে।

শুক্রবার (২২ জুলাই) বেলা সাড়ে ১১টা পর্যন্ত পাটুরিয়া ঘাটে অন্তত ৫ শতাধিক ও দৌলতদিয়া ঘাটে ৩ শতাধিক বিভিন্ন ধরনের যানবাহন পারের অপেক্ষায় রয়েছে।

পাটুরিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, পাটুরিয়া-দৌলতদিয়া রুটে বর্তমানে ১২টি ফেরিতে করে যানবাহন পারাপার করা হচ্ছে। কিন্তু নদীতে তীব্র স্রোত থাকায় পারাপারে দ্বিগুণ সময় লাগায় যানজট কমছে না।

সূত্র জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পাটুরিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়। রাত নাগাদ অন্তত ৫০০ গাড়ির জট তৈরি হয়। শুক্রবার সকালের দিকে কিছুটা কমে এলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গাড়ির জট বাড়তে শুরু করে।

পাটুরিয়া ঘাট কর্তৃপক্ষ জানায়, পারের অপেক্ষায় ৩ শতাধিক ট্রাককে আলাদা সারি করে রাখা হয়েছে। তবে বাস ও ‍অন্যান্য যান অগ্রাধিকার ভিত্তিতে পার করা হচ্ছে।

এদিকে, স্রোতের কারণে বীরশ্রেষ্ঠ মতিউর ও বীরশ্রেষ্ঠ হামিদুর ফেরি ২টি দৌলতদিয়া ঘাটে না ভিড়তে পেরে পাটুরিয়ায় ফেরত এসেছে।

এছাড়া অপর ৪টি ফেরি কাবেরি, মাধবীলতা, বনলতা ও হাসনাহেনা বিকল হয়ে আছে।

অপরদিকে, দৌলতদিয়া ঘাটেও বেলা বাড়ার সঙ্গে ‍বাড়ছে যানজট। পারের অপেক্ষায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত ৩ শতাধিক বেশি গাড়ি আটকা পড়েছে বলে জানা গেছে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog