1. sardardhaka@yahoo.com : adminmoha : Sardar Dhaka
  2. nafij.moon@gmail.com : Nafij Moon : Nafij Moon
  3. rafiqul@mohajog.com : Rafiqul Islam : Rafiqul Islam
  4. sardar@mohajog.com : Shahjahan Sardar : Shahjahan Sardar
রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

অনলাইনে দিতে হবে মূল্য সংবেদনশীল তথ্যের বিবরণ

মহাযুগ নিউজ ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৭ জুন, ২০১৬
  • ৩৫২ বার

ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য সরবরাহে নীতিমালা প্রণয়ন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। যার মধ্যে উল্লেখ করা হয়েছে অনলাইনে বাধ্যতামূলকভাবে দিতে হবে মূল্য সংবেদনশীল তথ্যের বিবরণ।

সোমবার (১৮ এপ্রিল) এ সংক্রান্ত একটি গেজেট প্রকাশিত হয়।

স্টক এক্সচেঞ্জে তালিকাভূক্ত প্রতিটি সিকিউরিটি ইস্যুকারী তার কোনো মূল্য সংবেদনশীল তথ্য সংশ্লিষ্ট বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের ৩০ মিনিটের মধ্যে কিংবা তথ্যটি নজরে আসার প্রথম তারিখেই চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা বা কোম্পানি সচিবের স্বাক্ষরে লিখিতভাবে একই সঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং সংশ্লিষ্ট স্টক এক্সচেঞ্জের কাছে ফ্যাক্স-বিশেষ বার্তাবাহক মারফত বিশেষ ক্ষেত্রে কুরিয়ারে এবং দু’টি দৈনিক পত্রিকা, একটি অনলাইনে প্রকাশ নিশ্চিত করতে হবে।

কোম্পানির চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা বা কোম্পানি সচিবের স্বাক্ষরে লিখিতভাবে সিদ্ধান্ত বিএসইসি ও স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। একইসঙ্গে দু’টি দৈনিক পত্রিকা ও একটি অনলাইন পত্রিকায় প্রকাশ করতে হবে।

এই নির্দেশনার বাইরে গেলে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন-১৯৯৩ সালের আইনে তা শাস্তিযোগ্য হবে।

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2023 Mohajog